সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৬ বলে ১ রানে ফেরেন নিশাঙ্কা।

দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও। তিনি করেন ৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৫ রান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন কামিন্দু মেন্ডিস (১৬)।

২১ ওভারে ১০০ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক চারিথ আসালাঙ্কার সঙ্গে দলের হাল ধরেন কুশাল মেন্ডিস। তিনি ক্যারিয়ারের ১৪৬তম ওয়ানডেতে ৩৫তম ফিফটি তুলে নিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ১৪২ রান। ৬৪ ও ২৩ রানে ব্যাট করছেন কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৭৭ রানে। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews