যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরে গত গ্রীষ্মে নাইজেরিয়া থেকে আসা এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে একটি নবজাতক কন্যাশিশু ছিল।

ওই নারী তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারে বসবাস করতেন। আফ্রিকা যাওয়ার আগে তিনি তাঁর পারিবারিক চিকিৎসককে (জিপি) জানিয়েছিলেন, তিনি গর্ভবতী। কিন্তু সেই দাবি ছিল সম্পূর্ণ মিথ্যা।

প্রায় এক মাস পর যখন ওই নারী শিশুটিকে সঙ্গে নিয়ে ফেরত আসেন, তখন তাঁকে শিশু পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হয়।

গত কয়েক মাসে পারিবারিক আদালতে করা এ নিয়ে দুটি মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বিবিসি। এতে সাংবাদিকেরা একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ করেছেন।

এসব সাংবাদিকের মতে, যুক্তরাজ্যে অবৈধভাবে নবজাতক আনার আশঙ্কাজনক ঘটনা ঘটছে। এসব শিশুর কাউকে কাউকে নাইজেরিয়ার তথাকথিত ‘বেবি ফ্যাক্টরি’ থেকে আনা হয়ে থাকতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews