ঝলমলে গান-নাচ আর বিশাল প্রোডাকশন টিমের জন্য পরিচিত বলিউডে এখন নতুন এক আলোড়ন—কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আলোচিত ছবির সমাপ্তি বদলানো থেকে শুরু করে পুরোপুরি এআইনির্ভর চলচ্চিত্র তৈরি—সব মিলিয়ে ভারতের কয়েক বিলিয়ন ডলারের চলচ্চিত্রশিল্পে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, আশঙ্কা, বিতর্ক ও বিভাজন।
‘রানঝানা’ দিয়ে বিতর্কের সূচনা
২০১৩ সালে মুক্তির পর আনন্দ এল রাইয়ের ‘রানঝানা’ দর্শক-সমালোচক উভয়ই পছন্দ করেন। এক যুগ পর সিনেমাটি নতুন করে মুক্তি পায়। কিন্তু এই মুক্তি নিয়েই নির্মাতা আনন্দ এল রাই আর প্রযোজনা সংস্থা ইরোস ইন্টারন্যাশনালের মধ্যে প্রচণ্ড বিতর্ক শুরু হয়েছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সিনেমাটির সমাপ্তি বদলে মুক্তি দিয়েছে ইরোস। এতেই খেপেছেন নির্মাতা। তাঁর পাশে দাঁড়িয়েছেন অন্য নির্মাতা, লেখক ও অভিনয়শিল্পীরা।