যুদ্ধের মধ্যেই জেলেনস্কির মন্ত্রিসভায় বড় রদবদল

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ৩০ মাস পর গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সরকারে বড় ধরনের রদবদলের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বুধবার পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এর আগে মঙ্গলবার এক দিনে পদত্যাগ করেন পাঁচ মন্ত্রী।

সরকার ঢেলে সাজানোর আওতায় আগামী দিনগুলোতে আরও অনেক মন্ত্রী পদত্যাগ করবেন এবং আরও অনেকে নিয়োগ পাবেন বলে মনে করা হচ্ছে। জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী এই রদবদলকে শরৎ ও শীত আসার আগে সরকার ‘পুনর্গঠন’ শুরু বলে বর্ণনা করেছেন।  খবর বিবিসি ও রয়টার্সের

ইউক্রেন যাতে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারে সে জন্য সরকারে পরিবর্তন আনা জরুরি বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘এই শরৎ ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, যাতে আমরা সবার জন্য কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারি।’ ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছে। রাতভর এসব হামলা চালানো হয় বলে বুধবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ হামলায় লভিভের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে তা রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে ক্রেমলিন। 

বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আইসিসির এ পরোয়ানা রাশিয়ার সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারবে না। সেই সঙ্গে রাশিয়ার আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বিশ্বব্যাপী বৃহত্তর অংশের দৃষ্টিভঙ্গি আইসিসির সংকীর্ণ দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বিস্তৃত বলেও উল্লেখ করেন পেসকভ। রাশিয়া বরং বিশ্বব্যাপী অধিকাংশ দেশের কাছ থেকে বড় ধরনের আগ্রহ লক্ষ্য করছে এবং রাশিয়াও এসব সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেন তিনি। পেসকভের এ মন্তব্য রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে দেয় যে, তারা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে কোনোভাবেই তাদের আন্তর্জাতিক যোগাযোগ বা অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বাধা হিসেবে দেখছে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews