৬১ বছর বয়সী সাবেক ওই ডাকপিয়নের বাড়ি টোকিওর কাছে কানাগাওয়ায়। সেখানেই এসব চিঠি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

“চিঠিগুলো বিলি করা খুবই বিরক্তিকর ছিল” বলে তদন্তকারীদের জানিয়েছেন সেই ডাকপিয়ন।

বিবিসি জানায়, এতগুলো চিঠি বিলি না হওয়ার ঘটনায় ইয়োকোহামা পোস্ট অফিস ক্ষমা প্রার্থনা করেছে এবং চিঠিগুলো বিলির প্রতিশ্রুতি দিয়েছে।

ইয়োকোহামা পোস্টঅফিসের শাখা সেয়া পোস্ট অফিস জানিয়েছে, এ অফিসেই চিঠি বিলির দায়িত্বে ছিলেন ওই ডাকপিয়ন। ২০০৩ সাল থেকেই তিনি ঘরে চিঠি জমাতে শুরু করেছিলেন।

ওই ডাকপিয়ন অবসরে চলে যাওয়ার পর আবার তাকে সেয়া পোস্ট অফিসে নিয়োগ দেওয়া হয়। এরপরই গতবছর নভেম্বরে পোস্ট অফিসের এক চেকিংয়ে চিঠি বিলি না হওয়ার বিষয়টি ধরা পড়ে। সে সময় ডাকপিয়ন দোষ স্বীকার করার পর তাকে করখাস্ত করা হয়।

এরপর ১৪ জানুয়ারিতে পোস্ট অফিস কর্তৃপক্ষ পুলিশে একটি অপরাধের অভিযোগ দাখিল করেছে। এতে বলা হয়েছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে গতবছর নভেম্বর পর্যন্ত ডাকপিয়ন তার বাড়ি বা অন্য কোথাও ১ হাজার ২ টি চিঠি লুকিয়ে রেখেছেন।

এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে ওই ডাকপিয়নের তিন বছরের জেল কিংবা প্রায় ৫ লাখ ইয়েন (৪,৬০০ ডলার) জরিমানা হতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews