দুবাই হাসপাতালের সিসিইউতে সিরাজুল আলম খান



সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ শ্বাসকষ্ট জনিত কারণে দুবাই হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান। নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে বিমানে গতকাল রোববার সাড়ে ১১টার দিকে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। পরে এমিরাটস এয়ার লাইনন্স কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

দুবাই বিমান বন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয় ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানকে। পরে সেখান থেকে হাসপাতালের করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

সোমবার সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে চিকিৎসকের পরামর্শে তাকে কয়েকদিন হাসপাতালের থাকতে হবে।

সিরাজুল আলম খানের কয়েকজন নিকটআত্মীয় হাসপাতালে তার সাথে দেখা করেছেন এবং খোঁজ-খবর রাখছেন।

উল্লেখ্য, সিরাজুল আলম খান গত ৩১ জুলাই ফলোআপ চিকিৎসার জন্য নিউইয়র্ক যান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews