রাখতে হবে একটু ধৈর্য, একটু সহনশীলতা, যেন আসে বিজয়- এমনই আহ্বান জানালেন চার শিল্পী।

করোনা যুদ্ধে উদ্বুদ্ধ করতে চার শিল্পী মাহাদী ফয়সাল, এলিটা করিম, পড়শী ও মাহতিম সাকিব গাইলেন গান। শিরোনাম ‘যখন যুদ্ধে আছি’।
৩ জুন গানচিল মিউজিক ইউটিউবে অবমুক্ত করেছে গানটি।
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল, সুর করেছেন শাহবাজ খান পিলু ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
আসিফ ইকবাল জানান, প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর আগেও করোনা নিয়ে কাজ করেছে। এবারও মানুষকে সচেতন ও সবার মানসিক স্বস্তি বাড়াতে এই গান প্রকাশ করেছে।
ভিডিওতে চার শিল্পী ছাড়াও বর্তমান বিশ্বের নানা চিত্র তুলে ধরা হয়েছে। ব্যবহার করা হয়েছে হাসপাতালের দৃশ্য।
উল্লেখ্য, এর আগে গানচিলের উদ্যোগে দেশের ১২৫ জন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে তৈরি করা হয়েছিল ‘এসো সবাই’ নামের বিশেষ গান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews