ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩’ পেয়েছে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ পদক পায় সংগঠনটি।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির নেতাদের হাতে এ পদক তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে পদক গ্রহণ করেন টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক এস এম মাসুদুজ্জামান রবিন। এ সময় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এমআইএইচ/জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews