জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান ঠিক সেভাবেই বলুন ফেব্রুয়ারির মধ্যে বিচার ও সংস্কার চান তাহলে আমি আপনাদের সাথে থাকব।’

শনিবার (২৮ জুন) বিকেলে এনসিপি কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আয়োজিত এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই-আগস্টের আগে মাহফিলগুলোকে বন্ধ করে দেয়া হতো। হুজুরদের দাড়ি ধরে টেনে মাহফিল থেকে বের করে দেয়া হতো। যে ছেলেরা জুলাই আগস্টে রাস্তার মধ্যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে তারা এমপি হতে চায়নি, ক্ষমতা চায়নি। তারা দেশের সংস্কার চেয়েছে। তারা চেয়েছে দেশে আর কখনো আলেম-ওলামারা অপদস্ত না হোক।’

তিনি বলেন, ‘ক্ষমতা ও দায়িত্ব হচ্ছে আমানত। আপনারা আমানতের খেয়ানত করবেন না। আপনাদের কাছে একদিন ক্ষমতা থাকে। আপনারা যদি একদিন ওই ক্ষমতার অপব্যবহার করেন তাহলে পরবর্তী পাঁচ বছর নেতা যদি আপনাদের নির্যাতন করে তাহলে আপনাদের বলার কোনো ভাষা থাকবে না। সেজন্য একদিনের জন্য ক্ষমতার যথাযথ ব্যবহার করুন।’

তিনি আরো বলেন, ‘ভোটের আগে আমাদের কিছু কাজ রয়েছে। আমাদের শহীদদের রক্তের দায়ভার রয়েছে। এ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আমরা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারি নাই। এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার হয় নাই। এ সরকারকে আমরা বলতে চাই, আপনারা যে গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একইভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগমুক্ত করুন। একইসাথে মিডিয়া ও বিচার বিভাগকে আওয়ামী লীগমুক্ত করুন। যেন ভবিষ্যতে বাংলাদেশে জুডিসিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে আর কাউকে বিনা বিচারে ফাঁসির কাষ্ঠে মৃত্যুবরণ করতে না হয়।’

পোস্টার ছিড়ে ফেলার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন, মনে রাখবেন আল্লাহ যাকে সম্মান দেয় তাকে আপনারা নিচে নামাতে পারবেন না। প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেকে দূরে রাখুন। আমরা বিশ্বাস করি, আমাদের মধ্যে সোহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন আমি হাসনাত আবদুল্লাহ আপনাকে সহযোগিতা করব। রাজনীতি এটা না আপনি কতজন শত্রু বানালেন, রাজনীতি হচ্ছে সেটা আপনি কত শত্রুকে বন্ধু বানাতে পারলেন।’

তিনি বলেন, ‘এ তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করে না। কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপস করব না। হাসিনা যেভাবে আমাদের কিনে নিতে পারে নাই, ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই তেমনি কোনো অন্যায় আবদার আমাদের কিনে নিতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ দেবিদ্বারের মাটিতে আমরা ভেসে আসি নাই। এ মাটিতে আমাদের জন্ম, এ মাটিতে আমাদের উত্থান এবং এ মাটিতেই আমাদের বিকাশ। আমরা ঢাকা থেকে এসে জুড়ে বসি নাই। সুতরাং আমাদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো ধরনের কুৎসা রটানো হয় জনগণকে সাথে নিয়ে সেটার বিরোধিতা করব। আমি প্রত্যাশা করব, এ মাটিতে আমার জন্ম, সবাই দল-মতের ঊর্ধ্বে উঠে আপনারা সবাই আমাকে সমর্থন দিবেন। আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না।‘

আয়োজক কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসান ও মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নাগরিক পার্টির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার উপজেলা নাগরিক পার্টির প্রতিনিধি শামীম কাওসার প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews