চলতি বছরের মে ও জুন মাসে জ্বালানি তেলের দাম কমানোর পর আগামী জুলাই মাসের জন্যও দাম  অপরিবর্তিত রেখেছে সরকার। রবিবার (২৯ জুন) বিকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে জুলাই থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল লিটার প্রতি ১০২ টাকা, কেরোসিন ১১৪, অকটেন ১২২ এবং পেট্রোল ১১৮ টাকা অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ করা হয়েছে।

আরও বলা হয়, জ্বালানি তেলের এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এই মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

এর আগে গত ৩১ মে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়। তবে কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ করা হয়— যা ১ জুন থেকে কার্যকর করা হয়।

প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ।

এর আগে, মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এপ্রিল ও মার্চ মাসে দাম অপরিবর্তিত রেখেছিল সরকার। তবে ফেব্রুয়ারিতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews