ব্রিটেনের বহু শিক্ষক শিক্ষার্থীদের দ্বারা সহিংসতা ও নির্যাতনের শিকার হন বলে সম্প্রতি প্রকাশিত এক জরিপে জানা গেছে। দেশটিতে জাতীয় পর্যায়ের শিক্ষকদের একটি ইউনিয়নের পাঁচ হাজারের মতো সদস্যের ওপর এই জরিপটি চালানো হয়েছে।

বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ওই জরিপে অংশগ্রহণকারী অন্তত ২৪ শতাংশ শিক্ষক বলছেন তারা সপ্তাহে অন্তত একবার সহিংসতার শিকার হন। এছাড়া প্রতি ১০ জনে চারজন মৌখিকভাবে হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।

ব্রিটেনের শিক্ষা অধিদপ্তরের এক তথ্যমতে এমন ঘটনা বাড়ছে। সংস্থাটির হিসেবে ২০১৬-১৭ সালে ৭৪৫ জন শিক্ষার্থীকে স্কুলে কোনো প্রাপ্ত বয়স্ক কর্মকর্তা, কর্মচারী অথবা শিক্ষককে শারীরিক হেনস্থার জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিলো। কিন্তু শিক্ষার্থীদের বেলায় একই অপরাধের ঘটনায় সংখ্যাটা ২৭ হাজার।

সূত্র: বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews