নিউজিল্যান্ডের মাটিতে তিন ওয়ানডে ম্যাচে ৩ রান করেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। ঘরের মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও খুব একটা ফর্ম তিনি এখনও দেখাতে পারেননি। ওদিকে জাতীয় দলের বাইরে থাকা আনামুল হক ডিপিএলে আছেন দুর্দান্ত ছন্দে। সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন তিনি। কড়া নাড়ছেন বিশ্বকাপ দলে ঢোকার। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির পছন্দ লিটন দাসই।

মঙ্গলবার অধিনায়ক সাংবাদিকদের বলেন, 'আমি আসলে ঢাকা প্রিমিয়ার লিগের ফর্ম নিয়ে খুব বেশি ভাবছি না। আগেও আমরা দেখেছি, ডিপিএলে অনেক রান করেও আন্তর্জাতিক ক্রিকেটে তাকে ভুগছে হচ্ছে। লিটন কেমন ক্রিকেটার তার প্রমাণ আমরা এরই মধ্যে পেয়েছি। এশিয়া কাপের ফাইনালে তা দেখা গেছে। লিটন প্রতিপক্ষকে একাই ধ্বংস করে দিতে পারে। তার সেই সক্ষমতা আছে। ব্যাটিং কোচও লিটনকে নিয়ে কাজ করছেন।'

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ওই সেঞ্চুরির পরের ছয় ম্যাচে লিটন মাত্র একটি ফিফটি করতে পারেন। এরপর নিউজিল্যান্ডে গিয়ে আরও ব্যর্থ তিনি। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মনে করেন, বিশ্বকাপের মতো আসরের আগে শুধু ফর্ম বিবেচনা করলে হবে না।

মাশরাফি জানান, মানসিকতা বড় একটা ব্যাপার। আমার মতে, বিশ্বকাপ মানসিক পরীক্ষার এক টুর্নামেন্ট। মানসিকভাবে একজন ক্রিকেটার প্রস্তুত কিনা এটা তার নিজেরই জানা দরকার। ঘরের মাঠে ৪-৫টি উইকেট পেলেও ইংল্যান্ডে একজনকে ভুগতে হতে পারে। তাই এটার জন্য মানসিক প্রস্তুতি রাখা জরুরি।' মাশরাফি অবশ্য এরআগে ২০১৮ সালের শুরুতে আনামুলকে জাতীয় দলে ফেরার সুযোগ করে দেন। তবে এই ব্যাটসম্যান তা নিতে পারেননি।

ডিপিএলে আবার দুর্দান্ত ব্যাটিং করায় ক্রিকেট মহলে ঘুরে ফিরে আসছে আনামুলের নাম। তিনি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে থাকছেন না এটা অবশ্য জোর দিয়ে বলা কঠিন। মাশরাফিও তা বলছেন না, 'আমি অবশ্যই দল নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত নই। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি।'

এছাড়া মাশরাফি জানান, দলের ১৫ জনেরই পারফর্ম করতে হবে বিষয়টি এমন নয়। দলের মূল লক্ষ্য আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ। তার মতো সিনিয়র ক্রিকেটার দেশের মাটিতে উইকেট পেয়েও বিদেশে ভালো করতে পারেন না। আবার এখানে খারাপ করেও অনেকে দেশের বাইরে ভালো করেন। লিটন-আনামুলের মধ্যে তাই অনেক পার্থক্য আছে। মানসিক প্রস্তুতি মাঠে ভালো খেলতে বড় ভূমিকা রাখে।'



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews