ঢাকা, ২৮ জুলাই – দেশের রক সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ও রক ব্যান্ড ‘ওউন্ড’র ভোকালিস্ট সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান বলেন, সোমবার (২৮ জুলাইল) সকাল ৮টায় বনানীর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে বাবা জসীমের কবরেই দাফন করা হবে রাতুলকে।

শ্রোতাদের মধ্যে ওউন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’।

তিনি অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’র সাউন্ডে কাজ করেছেন। তিনি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও ছিলেন।

রাতুল প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজো ছেলে। দুই ভাইয়ের মধ্যে এ কে রাতুলও সংগীতশিল্পী হিসেবে পরিচিত। আরেক ভাই এ কে সামী একজন ড্রামার।

রাতুলের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের সংগীতশিল্পী ও তার ভক্ত-শ্রোতারা।

এনএন/ ২৮ জুলাই ২০২৫



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews