ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নিলেন আজিঙ্কে রাহানে। আর তার সেঞ্চুরির ওপর ভর করেই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ১০৫ রানের বড় ব্যবধানে জিতে নিল ভারত। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজে ১-০তে লিড নিল টিম ইন্ডিয়া।

পোর্ট অব স্পেনে দ্বিতীয় ম্যাচটিতে বৃষ্টি হানা দেয়। পরে আম্পায়ারা দু’দলের জন্য ৪৩ ওভার নির্ধারণ করে দেন। তবে রাহানের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির (১০৩) সুবাদে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩১০ রানের বড় স্কোর তোলে ভারত। 

১০৪ বলে সাজানো ইনিংসে ডানহাতি রাহানে ১০টি চার ও দুটি ছক্কা হাকান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া আরেক ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৬৩ রান। ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি উইকেট নেন আলজারি জোসেফ।

টসে হারা স্বাগতিকরা জবাবে ব্যাট করতে নেমে ভালো খেলতে পারেনি। পুরো ওভার খেললেও ছয় উইকেট হারিয়ে ২০৫ রানের বেশি করতে পারেনি তারা। সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার শাহি হোপ। ভারতীয় বোলারদের মধ্যে কুলদিপ যাদব নেন তিনটি উইকেট। এছাড়া ভুবেনশ্বর কুমার পান দুটি উইকেট।

দুর্দান্ত খেলে সেঞ্চুরি করা রাহানে ম্যাচ সেরা নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ২৬ জুন, ২০১৭
এমএমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews