রংপুরে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা।

সোমবার (১০ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত পাবলিক লাইব্রেরী মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ রংপুরের ৭০ টিরও বেশি প্রকাশনা সংস্থার স্টল থাকবে। স্টল ছাড়াও প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিতর্ক, কুইজ প্রতিযোগিতাও থাকবে। সেরা স্টল এবং সেরা সাংস্কৃতিকদলকে দেয়া হবে পুরস্কার। বইমেলা উপলক্ষে অনলাইন এবং অফলাইনে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নেয়া হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং স্থানীয় লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীদের উৎসাহিত করতেই এ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলারে সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোত্তালেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, উচ্চমাধ্যমিক বিভাগীয় পরিচালক রোখসানা বেগম, জাতীয় গ্রন্থকেন্দ্রের এডি এনামুল হক, রংপুর চেম্বার পরিচালক সুলতানুল আলম বুলবুল, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাসাসের রাসু প্রমুখ।

এ সময় ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিসহ আট জেলার এডিসি (সার্বিক), তথ্য অফিস, জাতীয় গ্রন্থকেন্দ্র, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের প্রায় ৪০জন সরকারি কর্মকর্তা এতে অংশ নেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews