ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের দায়িত্বশীলতার অসাধারণ এক ভূমিকা দেখলাম আজ। এ ধরনের দৃশ্য বাংলাদেশের ইতিহাসে বিরল। এ দৃশ্য প্রমাণ করে দিল যে, জামায়াতে ইসলামী কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়, আবার গতানুগতিক কোনো ধর্মীয় সংগঠনও নয়। বরং একটি ইসলামী আন্দোলন।

আজ জামায়াতের ঐতিহাসিক জাতীয় সমাবেশে মঞ্চেই ছিলাম। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে আয়োজকরা এই সম্মাননা প্রদান করেছিলেন। সমাবেশের শেষ দিকে এসে এটিএম আজহারুল ইসলাম চাচা অসাধারণ একটা বক্তব্য রাখলেন। এরপরই সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিজে সঞ্চালনা করে আমিরে জামায়াতের বক্তব্যের ঘোষণা দিলেন।

এরপর আমিরে জামায়াত বক্তব্য শুরু করলেন। ৩-৪ মিনিট তিনি বক্তব্য রাখলেন। এরপর আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনি উল্টো দিকে পড়ে গেলেন। তার শরীর পেছন দিকে পড়ে গেল। সাধারণভাবেই এভাবে পড়লে মাথায়ও আঘাত পাওয়ার কথা।

আমরা ইন্না-লিল্লাহ বলে দৌঁড়ে তার কাছে অর্থাৎ ডায়াসের নিকট চলে গেলাম। যার যা কিছু আছে তাই নিয়ে ছুটে গেলেন। কয়েক সেকেন্ড পরেই ঘোষণা দেয়া হলো, আমিরে জামায়াত সুস্থ হয়েছেন। আমরা দেখলাম, তিনি আবার দাঁড়িয়ে কথা বলতে শুরু করেছেন।

আমরা ফিরে এসে নিজেদের চেয়ারে বসতেও পারলাম না, আরো একবার তিনি পড়ে গেলেন। এবার সবাই আরো সিরিয়াস হয়ে ছুটে গেলেন। কেউ বা পকেট ফ্যান নিয়ে তার মাথার উপর ধরলেন, কেউ বা পানির বোতল। মেডিকেল ক্যাম্পে থাকা ডাক্তাররা প্রাইমারি চেক-আপ করার মতো সব কিছু নিয়ে আসলেন।

বেডও আনা হলো, কিন্তু আমিরে জামায়াত তাতে উঠতে রাজি হলেন না। তিনি আবার বক্তব্য দিতে চাইলেন। উপস্থিত সবাই তাকে না করছেন, তিনি তাতে কর্নপাত না করে বক্তব্য শুরু করলেন। দাঁড়াতে পারছিলেন না, তাই বসেই শুরু করলেন। এজন্য ইসলামের সোনালী যুগের গল্প। দাঁড়াতে না পারলে বসেই যেন পতাকা ধরে রাখছেন তিনি।

সত্যিই এক বিরল দৃশ্য। জামায়াতের আমির এত মারাত্মক অসুস্থ হওয়ার পরও একবিন্দু পিছু না হটে বক্তব্য কন্টিনিউ করলেন। এর মধ্যে ডাক্তাররা তার ডায়বেটিস চেক করলো, দেখা গেল ব্লাড সুগার নরমাল। আবার আরেকজন প্রেশার মাপতে শুরু করলো। আর আমীরে জামায়াত কোনোদিকে না তাকিয়ে তার বক্তব্য রেখে যাচ্ছেন।

আমার লাইফটাইমে আমি এমন দৃশ্য দেখিনি। মাটিতে বসে তিনি যে বক্তব্য দিলেন, তা জাস্ট অসাধারণ। স্বাভাবিকভাবে বললে তিনি হয়তো আরেকটু দীর্ঘ করতেন, কিন্তু এভাবেই তিনি যা বলেছেন, যেভাবে বক্তব্য ফিনিশিং দিয়েছেন, আমার কাছে আজকের দিনের সেরা অভিজ্ঞতা মনে হয়েছে।

আল্লাহ তায়ালা সম্মানিত আমিরে জামায়াতকে পুরোপুরি সুস্থতা দান করুন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, হিটস্ট্রোকের কারণেই এমন হয়েছে। বাকিটা ডাক্তাররা ভালোভাবে দেখলে বোঝা যাবে। আল্লাহ তায়ালা জাতির এই ক্রাইসিস মোমেন্টে আমিরে জামায়াতকে দ্রুততার সাথে সুস্থ করে দিন। আমিন।

আলী আহমদ মাবরুরের ফেসবুক পেইজ থেকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews