শারীরিক প্রতিবন্ধী যুবক মো: সুজন এলাহী হোসেনের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক। ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান এলাহী হোসেনের হাতে ল্যাপটপ ও ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির পক্ষ থেকে বৃহস্পতিবার বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় এ সহায়তা তুলে দেওয়া হয়।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শুধু রাষ্ট্রের পক্ষে সকল অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা সম্ভব নয়। এ জন্য ব্র্যাকসহ অন্যান্য এনজিও ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। স্যার ফজলে হাসান আবেদ মানবিকতা প্রতিষ্ঠার লক্ষ্যেই ব্র্যাকের সূচনা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সামাজিক শক্তি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এলাহী নিজের উদ্যোগ, প্রতিভা ও প্রচেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের পথ খুঁজেছেন। ব্র্যাক তার এই যাত্রায় পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা ও প্রেরণা জুগিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তাইফুর রহমান এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার। এ ছাড়া ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির পক্ষ থেকে মোহাম্মদ গোলাম রব্বানী ও জয়নুল আবেদিন, ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়কারী বাবলি সুরাইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সুমন দে সরকার, বগুড়া ব্র্যাক লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার জালাল উদ্দিন এবং দুপচাঁচিয়ার এলাকা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এলাহী হোসেন বলেন, ব্র্যাকের এই সহযোগিতা তার জীবনের স্বপ্ন পূরণে সহায়তা করবে। সকল সীমাবদ্ধতাকে জয় করে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মো: সুজন আহমেদ ছদ্মনামে কবিতা লিখেন আর খোলা গলায় গানও করেন বলে জানালেন এলাহী হোসেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews