হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক।”
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সময়সীমা তৃতীয়বারের মতো বাড়িয়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রে যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি। ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট।
এর আগে, মার্কিন কংগ্রেসের নির্দেশিত নিষেধাজ্ঞার কার্যকারিতা থেকে টিকটককে দুইবার সাময়িকভাবে ছাড় দিয়েছিলেন ট্রাম্প, যা জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার বলেছেন, “প্রেসিডেন্ট এ সপ্তাহে আরও এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যাতে যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখা যায়।”
রয়টার্স লিখেছে, এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের সময়সীমা এ বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাড়বে।
লেভিট আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক।”
তিনি বলেছেন, টিকটকের বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী তিন মাস কাজ করবে ট্রাম্প প্রশাসন। যাতে আমেরিকানরা তাদের ডেটা নিরাপদ ও সুরক্ষিত রাখার নিশ্চয়তা নিয়ে টিকটক ব্যবহার চালিয়ে যেতে পারেন।
মে মাসে ট্রাম্প বলেছিলেন, তৃতীয়বারের মতো টিকটকের অর্থাৎ ১৯ জুনের সময়সীমা বাড়াবেন তিনি। কারণ ২০২৪ সালের মার্কিন নির্বাচনে এই অ্যাপটি তাকে তরুণ ভোটারদের সমর্থন পেতে সাহায্য করেছিল।
মঙ্গলবারের আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, টিকটকের সময়সীমা আবারও বাড়ানোর আশা করছেন তিনি।
চীনা অ্যাপটির সময়সীমা বাড়ানো নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “সম্ভবত, হ্যাঁ।
“এজন্য চীনের অনুমোদন লাগবে, তবে আমি মনে করি আমরা তা পাব। আমার মনে হয় চীনের প্রেসিডেন্ট শি শেষ পর্যন্ত অনুমোদন দেবেন।”
আইন অনুসারে, টিকটককে ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধ করতে হত, যদি না এর মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটির মার্কিন অংশ বিক্রি করত বা বিক্রির পথে কোনও অগ্রগতি দেখাত।
এর আগে, ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশাধিকার ফিরে পেয়েছিলেন মার্কিন নাগরিকরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি। এরপর গত মাসে আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
মার্চে ট্রাম্প বলেছিলেন, ১৭ কোটি আমেরিকানের ব্যবহৃত এই শর্ট ভিডিও অ্যাপটি বিক্রির জন্য প্রয়োজনে টিকটকের চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে চুক্তি করতে চীনের ওপর শুল্ক কমাতে ইচ্ছুক তিনি।