লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৯ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে ফার্নান্দোর বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ইমন। এরপর দলের হাল ধরেন তানজিদ হাসান। তিনি ৫১ বল খেলে ফিফটি তুলে নেন। কিন্তু তানজিদ আউট হওয়ার সাথে সাথে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানের ব্যবধানে হেরে যায় মিরাজ বাহিনী। ২৪৫ রান তাড়া করতে নেমে ৩৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায় টাইগাররা। পারভেজ ইমন ১৬ বলে ১৩ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার তানজিদ তামিম তুলে নেন ফিফটি। শান্তর সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলকে এনে দেন শতরানের দোরগোড়ায়। তখনো হাতে ছিল ৮ উইকেট, প্রয়োজন মাত্র ১৪৫ রান ৩৩ ওভারে।
কিন্তু শান্ত ২৬ বলে ২৩ রান করে রান আউট হওয়ার পর যেন ছন্দ হারায় পুরো দল। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ৬ ব্যাটার! হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণি তোপে একে একে আউট হন লিটন দাস (০), তানজিদ তামিম (৬২), তাওহীদ হৃদয় (১), মিরাজ (০), তানজিম (০), তাসকিন (০)। একসময় যে ম্যাচ জয় সহজ মনে হচ্ছিল, সেটিই হয়ে পড়ে লজ্জার হার।
ব্যাটিং ধসের পর শেষদিকে লড়াইটা একাই চালিয়ে গেলেন জাকের আলী অনিক। শেষ উইকেটে তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে সঙ্গী করে হারের ব্যবধান অনেকটা কমিয়ে আনেন তিনি।