ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ জুন) দিবাগত রাত প্রায় ২টা ৫ মিনিট নাগাদ শহরের খিদিরপুর বাজারে আগুন লাগে। অল্প সময়েই আগুন ভয়াবহ রূপ নেয় এবং একে একে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪০০ দোকান। দমকলের ২০টি ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন।

ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকানেই দাহ্য বস্তু মজুত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে অনেক দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলের ২০টি ইঞ্জিন একযোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ঘন ধোঁয়া ও পকেট ফায়ারের কারণে কাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে এখনও কিছু কিছু স্থানে অল্প আগুন জ্বলছে।

ঘটনাস্থলে পৌঁছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিমও সকালে ফোনে খোঁজ নিয়েছেন। কুলিং-এর কাজ চলছে, তারপর পকেট ফায়ার সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হবে।’

এদিকে, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দমকল বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আগুন লাগার খবর জানানো হলেও দমকল যথাসময়ে পৌঁছায়নি, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাজারে থাকা দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়িয়েছে।

এই ভয়াবহ দুর্ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews