রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা যায়, জুলাই মাসে বিশেষ সামরিক অভিযানে ইউক্রেন ৬০ হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত, সামরিক অভিযানের সমস্ত যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ক্ষয়ক্ষতি ছিল ৯,৮৭৫ সৈন্য।

তারা ৬ থেকে ১২ জুলাই পর্যন্ত ১৪,০৭০ এবং ১৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৩,০৭৫ সেনা হারিয়েছে। ২০ থেকে ৩১ জুলাইয়ে মধ্যে তাদের আরও ২৩,৬১০ সেনা নিহত হয়।

এর অর্থ হল জুলাই মাসে ইউক্রেনের মোট লোকসান ৬০,৬৩০ জন সেনা সদস্য। শত্রুর দৈনিক ক্ষয়ক্ষতি গড়ে প্রায় ২,০০০ সেনা। সূত্র: তাস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews