সাফটা চুক্তির আওয়ায় কলকাতার ছবি বলো দুগ্গা মাঈকী মুক্তি পেয়েছে আজ (শুক্রবার)। দেশের ৯০টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানায় এর আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার তিতাস কথাচিত্র।

রাজধানীর বলাকা সিনেমা হলেও ছবিটি চলছে শুক্রবার সকাল থেকে। সন্ধ্যা ৬টা নাগাদ বলাকা সিনেমা হলে গিয়ে দেখা গেল দর্শকশূন্য হলের আশপাশ। বলাকা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিনেই বলো দুগ্গা মাঈকীর ভরাডুবি হয়েছে।

নিরাপত্তারক্ষী ইউসুফ জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ১০টার শো তে ১০৩৫ সিটের বিপরীতে দর্শক ছিল ১৩৫ জন। বিকেল সাড়ে ৩টার শো তে টেনেটুনে ৫০ জন দর্শক পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমি ১০ বছরের বেশি সময় বলাকায় চাকরি করছি। কলকাতার কোনো ছবি আমাদের দেশে ভালো চলেছে এমনটা দেখিনি। দেশীয় ছবি মুক্তি পেলে এর চেয়ে প্রথম কয়েকদিন দর্শক ভালো পাওয়া যায়।

হলের ম্যানেজার ছবিটি নিয়ে কথা বলতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নিরাপত্তারক্ষী জানান, কলকাতার ছবি দর্শকরা দেখতে চান না। এ ছাড়া এ ছবির মুক্তি নিয়ে কোনো প্রচারণা হয়নি। অনেকে জানেই না ছবি মুক্তির খবর। এ ছাড়া মুসলিম প্রধান দেশে সনাতন ধর্মের নামের ছবিও দর্শক দেখতে চাচ্ছে না বলেই হলে লোক নেই। যারা শো দেখে হল থেকে বের হচ্ছে তারা কেউ খুশি নয়।

Bolaka

ওই নিরাপত্তারক্ষী আরও জানান, হল বাঁচাতে হলে মানসম্মত ছবির বিকল্প নেই। এছাড়া হল চালু রাখতে গেলে সিনেমার দরকার। উপায় না পেয়েই ছবিটি চালানো হচ্ছে।

তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, প্রথমদিন বলেই ধারণা করছি দর্শক নেই। আশা করছি সপ্তাহে বাকি দিনগুলোতে ছবিটি ভালো চলবে।

Bolaka

বাংলাদেশের ‘মাস্তানি’ছবির বদলে ভারত থেকে মুক্তি পেয়েছে ‘বলো দুগ্গা মাঈকী’।

পশ্চিম বঙ্গে দূর্গাপূজা ২২ সেপ্টেম্বর ‘বলো দুগ্গা মাঈকী’ মুক্তি পায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ ও নুসরাত জাহান।

এনই/এএইচ/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews