বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দায়িত্ব নিলেন নতুন মহাসচিব জোবায়েদুর রহমান রানা। বৃহস্পতিবার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। বিদায় নিলেন পুরনো মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এই পদে নতুন দায়িত্ব নিয়েছেন সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সংগঠক জোবায়েদুর রহমান রানা। তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করেন নেন শাহেদ রেজা। এ সময় সাবেক সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন, বর্তমান সহসভাপতি সাইফুল ইসলাম, দুই উপমহাসচিব মাহবুবুর রহমান শাহিন ও এমএ কুদ্দুস খান, সদস্য রাসেল কবির সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত কমিটির সময়েই সেনাবাহিনীর তত্ত্বাবধানে ময়মনসিংহের ত্রিশালে একটি অলিম্পিক ভিলেজ তৈরির কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারিতে যার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। বর্তমান কমিটি সেই কাজটি এগিয়ে নেবে। বিভিন্ন গেমসে রূপা ও ব্রোঞ্জ জিতলেও স্বর্ণপদক অধরা যুগের পর যুগ। বিদায়ী মহাসচিব সৈয়দ শাহেদ রেজার প্রত্যাশা বর্তমান কমিটি পদকের রং পরিবর্তন করতে পারবে। তার কথা, ‘আমার বিশ্বাস, বর্তমান কমিটি বিভিন্ন গেমসে স্বর্ণপদক জেতার ব্যাপারে চেষ্টা করবে। অলিম্পিক গেমসে পদক জয়ের ব্যাপারে নজর দেবে। তবে এ জন্য বিশেষ করে অনুশীলন ক্যাম্প চালু রাখতে হবে।’ দুই দশক পর অলিম্পিকের মহাসচিব পদে ফিরলেন সাবেক জাতীয় খেলোয়াড় জোবায়েদুর রহমান রানা। নিজে ক্রীড়াবিদ হওয়ায় ক্রীড়াবিদদের সমস্যা-সম্ভাবনা ভালোই জানা তাঁর। ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার পর রানার মন্তব্য, ‘ক্রীড়াবিদ হিসেবে অবশ্যই ক্রীড়াবিদদের পাশে থাকার চেষ্টা করব সব সময়।

ক্রীড়াবিদরাই ক্রীড়াঙ্গনের প্রধান অংশ। তবে আজকের এই অবস্থানে আসার জন্য আমাকে সাংগঠনিক ও প্রশাসনিক দক্ষতাও অর্জন করতে হয়েছে। ক্লাব, ফেডারেশন, অলিম্পিকে বিভিন্ন পর্যায়ে কাজের পর এখানে এসেছি।’ নতুন মহাসচিব জোবায়েদুর রহমান দায়িত্ব গ্রহণের পর বলেছেন, ‘আমরা চেষ্টা করব ক্রীড়াবিদরা যেন গেমসগুলোতে আরও পদক জিতে আনতে পারে।’ তিনি যোগ করেন, ‘আগের কমিটি দারুন সব কাজ করে গেছে। তবে যে কাজগুলো শেষ করতে পারেননি তারা, সেগুলো শেষ করার দায়িত্ব আমাদের। এ জন্য বিদায়ী কর্তাদের কাছ থেকে আমরা ধারনা ও পরামর্শ নেবো।’ অলিম্পিক এসোসিয়েশনের কাজ মূলত গেমস নিয়ে।

২০১৬ সালের আগে বাংলাদেশ অলিম্পিক গেমসে ওয়াইল্ড কার্ডে অংশগ্রহণ করেছে। রিও, টোকিও’র পর প্যারিস অলিম্পিকে বাংলাদেশ টানা তিন বার সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। অলিম্পিকের মঞ্চে এই ধারাবাহিকতা বজায় রাখতে চান নতুন মহাসচিব, ‘বিগত কমিটি যে কাজগুলো করেছে, আমরা সেটার ধারাবাহিকতা বজায় রেখেই ক্রীড়াঙ্গন উন্নয়নের চেষ্টা করব। আমাদের সভাপতি অলিম্পিকের ভিলেজ নির্মাণের স্বপ্ন দেখেছেন। যে কোনো কিছু শুরু করা কঠিন, এটা ইতোমধ্যে শুরু হয়েছে, আশা করি ভালোভাবেই শেষ হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews