জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মঞ্চে তৈরি হচ্ছে একের পর এক নাটক। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর শিল্পকলা একাডেমিতে গত ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত হয়েছে নাট্যদল ¯পন্দন থিয়েটার সার্কেলের নাটক ‘দেয়াল সব জানে’। এবার মঞ্চে আসছে অন্তর্যাত্রা নাট্যদলের নাটক ‘আর কত দিন’। কথাসাহিত্যিক জহির রায়হানের ‘আর কত দিন’ উপন্যাস অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। ২৭ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই মঞ্চে ও সময়ে প্রদর্শিত হবে এই নাটকের দ্বিতীয় প্রদর্শনী। নির্দেশক রাকিবুল হক বলেন, কালে কালে অত্যাচারী শোষকের বিরুদ্ধে বাঙালি লড়াই করেছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু ইতিহাস বলে, সে লড়াই কখনো শেষ হয়নি। তাই বারবার মনে প্রশ্ন জাগে, আর কত দিন? জহির রায়হান রচিত ‘আর কত দিন’ অভিব্যক্তিবাদী রচনা। বিষয়বস্তু একেবারেই সমসাময়িক, তবে মঞ্চ প্রয়োগভাবনা বেশ দুরূহ ও সময়সাপেক্ষ। কিন্তু গণঅভ্যুত্থানে বাংলাদেশের চিত্র, প্রশ্ন ও সংকট উত্তরণের ধারণা এই উপন্যাসের মননে রয়েছে। এই নাটকের মঞ্চ ও আলোর প্রয়োগ থিয়েট্রিক্যালিজম ধারার অনুবর্তী। পোশাক ডিজাইনে থাকছে কনস্ট্রাকটিভ ইজমের আপাতধারণার প্রয়োগ। উপন্যাসটির মঞ্চ প্রয়োগে রয়েছে জাদুবাস্তবতার আভাস। এই নাটকের সব উপাদান নন-রিয়েলিস্টিক উপাদানের আপাতধারণায় নির্মিত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহজাদা সম্রাট চৌধুরী, সৌমিক বাগচী, সাজ্জাদুল ইসলাম শুভ, উন্মিতা চৌধুরী, অর্ণব মল্লিক, ইশতিয়াক আহমেদ, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, সপ্তর্ষী বিশ্বাস, প্রজ্ঞা প্রতীতি, মুনতাহানা ফিজা, মুস্তাফিজ তোফা, মুক্তাদিরুল ইসলাম সিফাত প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন রাসেল ইসলাম, আলোক পরিকল্পনায় অ¤¬ান বিশ্বাস। পোশাক ও সংগীত পরিকল্পনা করেছেন শাহীনুর আক্তার প্রীতি ও অর্ণব মল্লিক।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews