আইপ্যাডের ঘোষণার জন্য অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট জন টেরনাসকে আমন্ত্রণ জানান টিম কুক। পর্দায় হাজির হন টেরনাস। শুরুতেই আইপ্যাড এয়ারের ১১ ও ১৩ ইঞ্চির সংস্করণের ঘোষণা দেন। এরপর আসেন আইপ্যাডের ডিজাইন ডিরেক্টর মেলোডি কুনা। তিনি জানান, আইপ্যাড প্রোর অর্ধেক ব্যবহারকারীরা বড় পর্দা পছন্দ করেন। এ জন্য বড় পর্দার দুটি সংস্করণ আনা হয়েছে। বড় পর্দা যুক্ত হওয়ার ফলে আগের থেকে অনলাইন সভা, গ্রাফিকসের কাজ ও ফেসটাইমে কথা বলা আরও সাবলীল হবে। ভিডিও ল্যান্ডস্কেপে থাকলে পাওয়া যাবে স্টেরিও অডিও। ১৩ ইঞ্চির সংস্করণে বেস হবে দ্বিগুণ। আইপ্যাড এয়ারে থাকবে এম-২ চিপ, যা এম-১ চিপের তুলনায় ৫০ শতাংশ বেশি দ্রুতগতির। এই চিপ ব্যবহারের ফলে ভারী কাজও করা যাবে, থাকবে ম্যাজিক কি–বোর্ড। পাওয়া যাবে চারটি রঙে। দুটি সংস্করণেরই তথ্য ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ১১ ইঞ্চি সংস্করণের দাম ৫৯৯ মার্কিন ডলার। আর ১৩ ইঞ্চি সংস্করণের দাম হবে ৭৯৯ ডলার। কেনা যাবে আগামী সপ্তাহ থেকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews