বুধবার আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার গুলশানে তথ্যপ্রযুক্তি সেবাদাতা ও পরামর্শক প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেডের কার্যালয় পরিদর্শন করে এ আশ্বাস দেন।

তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধির পাশাপাশি ব্যবসা সহজ করতে ইজেনারেশনের সাথে যৌথভাবে কাজ করবে আইএফসি।

ইজেনারেশন লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে স্টার্টআপ কোম্পানি বেড়ে উঠতে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও ব্যবস্থাপনায় আইএফসির সহায়তার কথা নিশ্চিত করেছেন ওয়ার্নার।

ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান বলেন,  “স্থানীয়ভাবে ইজেনারেশন ও অন্যান্য কিছু কোম্পানি এই প্রযুক্তিতে দক্ষ বিশেষজ্ঞ তৈরি করছে।

“আইএফসির সহায়তার মাধ্যমে দেশে উদ্ভাবনী প্রযুক্তির প্রবৃদ্ধিতে আমরা আরও শক্তিশালীভাবে ভেঞ্চার ক্যাপিটাল নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে পারব।”

পরিদর্শনকালীন ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, জেমসক্লিপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন খান এবং বাগডুম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মিরাজুল হকসহ অন্যান্যরা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালাইসিস, ব্লক চেইন এবং সাইবার সিকিউরিটির মতো সর্বাধুনিক প্রযুক্তিতে দক্ষ বিশেষজ্ঞ তৈরিতে কাজ করেছে ইজেনারেশন।

এছাড়াও  স্টার্টআপে বিনিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত প্রতিষ্ঠানটি এরইমধ্যে বেশ কয়েকটি উদীয়মান প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews