পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আরো ৩২১টি ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলশেঙ্কো এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। সিএনএন নিউজের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ৩১টি এম-১ আব্রামস ও জার্মানি ১৪টি লোপার্ড-২ এ৬এস মডেলের ট্যাংক ইউক্রেনকে দেয়ার বিষয়ে সম্মত হয়েছে। এ ঘোষণার মাত্র কয়েক দিনের মাথায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে ট্যাংক পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেন ইউক্রেনের এই কূটনীতিবিদ। 

ভাদিম ওমেলশেঙ্কো বলেছেন, ‘এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশ ৩২১টি ভারী ট্যাংক ইউক্রেনকে দেয়ার ব্যাপারে চুক্তিতে সম্মত হয়েছে।’ সাক্ষাৎকারে ভাদিম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে প্রতিধ্বনি করে আরো বেশি বেশি এবং যত দ্রুত সম্ভব বিদেশি সামরিক সহায়তা কামনা করেন। যাতে চলমান ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। তিনি বলেন, ‘যদি এই সহায়তা দিতে দিতে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যায় তবে তা অনেক দেরি হয়ে যাবে।’

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক ট্যাংক চেয়ে আসছিলেন জেলেনস্কি। কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার জার্মানি জানায়, তারা ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে। একই দিন যুক্তরাষ্ট্র দেশটিকে ৩১টি আব্রামস ট্যাংক দেবে বলেও জানায়। এর আগে দেশটিকে ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে কেবল ট্যাংকে থেমে নেই ইউক্রেনের দৃষ্টি। তারা বিদেশি মিত্রদের কাছে যুদ্ধবিমানও চেয়েছে। এদিকে রাশিয়া বলছে, পশ্চিমাদের এসব ট্যাংক যুদ্ধ-পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না বরং ইউক্রেনের জনগণের জন্য দুর্ভোগ বাড়াবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews