নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় শাপলা প্রতীক গেজেটভুক্ত হলে সেটা আমাদের প্রাপ্য বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। 

বুধবার (২ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।  

সাকিব আনোয়ার বলেন, গত ১৭ জুন আমাদের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়। আমরা পছন্দ ক্রমানুসারে শাপলা ও দোয়েল প্রতীক চেয়েছি। আমাদের পরে একটি দল (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। তারাও প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। একই প্রতীক চেয়ে পরে আবেদন হলেও আমরা আসলে এটার প্রাপ্য। এর যেন ব্যত্যয় না ঘটে। এ বিষয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এখনও শাপলা প্রতীক গেজেটভুক্ত হয়নি এবং প্রতীক বরাদ্দের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিশন প্রতীক বরাদ্দে আবেদনকারী দলের আবেদনপত্র জমার তারিখ এবং নিবন্ধনের অবস্থান বিবেচনা করবে।

তিনি আরও বলেন, নাগরিক ঐক্য প্রত্যাশা করে, যেহেতু আমরা আগে আবেদন করেছি এবং ইতোমধ্যে নিবন্ধিত দল, তাই প্রতীক বণ্টনের ক্ষেত্রে আমাদের আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে। একইসঙ্গে দলটি কমিশনের প্রতি আহ্বান জানায়, নতুন দল নিবন্ধনের আগে প্রতীকের গেজেট প্রকাশ এবং সুষ্ঠু প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা হোক, যেন কোনও বিভ্রান্তি না ছড়ায়।

সাকিব বলেন, কারও কারও পক্ষ থেকে এমনভাবে প্রচার করা হয়েছে যে শাপলা প্রতীক তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। এমন ব্যবহার কমিশনের ক্রিয়েডিবিলিটিকেও প্রশ্নবিদ্ধ করে। আমরা কমিশনকে এ বিষয়টিও জানাতে এসেছি।

তিনি বলেন, আমরা এখন নতুন বাংলাদেশে আছি। এখানে কোনও সরকারি দল নেই যে সুযোগ সুবিধা পাবে। সেটা আমরা প্রত্যাশাও করি না। এর আগে আওয়ামী লীগ যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। এখন সেভাবে হওয়ার মতো কোনও সুযোগ নেই।

উল্লেখ্য, গত ২২ জুন নিজেদের দলের প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেদিন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের দলের প্রতীক হিসেবে প্রথম পছন্দে রেখেছি শাপলা। এছাড়া কলম ও মোবাইল রেখেছি দ্বিতীয় ও তৃতীয় পছন্দে। আমরা আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা জাতীয় নাগরিক পার্টি পাবে। এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের জন্য কাজ করবো, নির্বাচনে অংশগ্রহণ করবো। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews