রাস্তা পার হওয়ার সময় হঠাৎ পড়ে গিয়ে পায়ের পেশিতে টান লাগা বা টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়া বেশ সাধারণ ঘটনা আমাদের জীবনে। তবে এমন হলে অসহ্য ব্যথা হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, এই RICE মানে কিন্তু ভাত বা চাল নয়। “RICE থেরাপি” মানে হচ্ছে, 

R- Rest, পর্যাপ্ত বিশ্রাম নিন
I- Ice, বরফ দিয়ে সেঁক দিতে হবে
C- Compression, আক্রান্ত পেশিতে সহনীয় চাপ দিন
E- Elevation আক্রান্ত স্থানের নিচে বালিশ দিয়ে শরীরের তুলনায় কিছুটা ওপরে রাখতে হবে।  

এভাবে ধাপগুলো মেনে চললে ব্যথায় কিছুটা আরাম পাওয়া যায়। একেই RICE থেরাপি বলে।  

এছাড়াও নিয়মিত খাবারে পটাশিয়াম সমৃদ্ধ কলা, মিষ্টি আলু ও প্রোটিনযুক্ত খাবার মাছ-মাংস-রাখুন। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।  আক্রান্ত স্থান একেবারেই নাড়াচাড়া করতে না পারলে, সময় নষ্ট না করে এক্সরে করান ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।  


বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এসআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews