হাতে হাতে আজ স্মার্টফোন। যেকোনো সময়ের স্মৃতি ধরে রাখা এখন তাই খুব সহজ। যখন ইচ্ছা তখনই তোলা যাচ্ছে ছবি, করা যাচ্ছে ভিডিও। ব্যক্তিগত বা পারিবারিক পরিসরে তো বটেই, পাবলিক প্লেস বা জনসমাগমস্থলেও অনেকে ছবি ও ভিডিও ধারণ করেন। অনেকে ফেসবুক, ইউটিউবের কনটেন্ট বানাতেও ভিডিও করেন। তবে সুযোগ আছে বলেই যেকোনো পরিস্থিতিতে ছবি বা ভিডিও ধারণ করা উচিত নয়। অন্যের অনুমতি ছাড়া তাঁর ছবি বা ভিডিও ধারণ করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা অনুচিত।
ধরা যাক, প্রকৃতির কোলে ঘুরে বেড়ানোর সময় কিংবা গণপরিবহনে যাতায়াতের সময় পরিবারের সঙ্গে ছবি বা ভিডিও ধারণ করছেন কেউ। কাজটি করতে গিয়েই তাঁর ক্যামেরার ফ্রেমে চলে আসতে পারেন অচেনা বহু মানুষ। মেট্রোরেলের প্ল্যাটফর্মে, এমনকি চলন্ত সিঁড়িতেও কাউকে কাউকে নিজের ফোনের ক্যামেরা ব্যবহার করতে দেখা যায়। এমন ক্ষেত্রেও আশপাশে থাকা অনেকেই চলে আসতে পারেন তাঁর ক্যামেরার ফ্রেমের ভেতর।