মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রিনল্যান্ডের বরফের নিচে প্যারিস কিংবা ওয়াশিংটন ডিসির আয়তনের সমান গর্ত খুঁজে পেয়েছেন। বুধবার জার্নাল সায়েন্স অ্যাডভান্সে আবিষ্কারটি নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আবিষ্কৃত সেই গর্তটির গভীরতা ১ হাজার ফুট, চওড়ায় ৩১ কিলোমিটার। 

তবে প্রকৃত অর্থে প্যারিস বা ওয়াশিংটন ডিসির মতো শহরের উপস্থিতি গ্রিনল্যান্ডের বরফের নীচে নেই। আসলে একটা বিরাটাকারের গর্ত খুঁজে পেয়েছেন গবেষকরা। সেই গহ্বর কতটা বিশালাকার তা বোঝাতেই প্যারিস, ওয়াশিংটনের তুলনা টেনেছে নাসা।

২০১৫ সালে জুলাইয়ে ডেনমার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের একদল গবেষক প্রথম এই বিশালাকার গর্ত দেখতে পান। রফের নিচে ডুবে থাকা গ্রিনল্যান্ড দেখতে কেমন? তারই একটা মানচিত্র বানাচ্ছিল গবেষকদের ওই দলটি। তখনই হিয়াওয়াথা গ্লেসিয়ারের নিচে এই বিরাট গর্তের সন্ধান পান তারা। পরে নাসার বিজ্ঞানীদের সঙ্গে মিলিতভাবে গবেষণা চালিয়ে এ গর্তটি খুঁজে পান তারা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews