অধিনায়ক হিসেবে হেডিংলি টেস্টে অভিষেক হয় শুভমান গিলের, ব্যাট হাতে সেঞ্চুরি করে উপলক্ষটা রঙিন করেন। এবার দ্বিতীয় ম্যাচেও পৌঁছালেন তিন অংকে, এজবাস্টনেও পেয়েছেন সেঞ্চুরি।
বুধবার এজবাস্টন টেস্টের প্রথম দিনশেষে ২১৬ বলে ১১৪ রান নিয়ে অপরাজিত শুভমান গিল। তাতে ভারতও দিনশেষ করেছে ভালো অবস্থানে থেকে, তুলেছে ৫ উইকেটে ৩১০ রান।
অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় শুভমান গিল। তার আগে সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি পান এই স্বাদ। কোহলি দুই টেস্টে করেন ৩ শতক।
গিলের মতো সেঞ্চুরির তৃপ্তি নিয়ে দিন শেষ করতে পারতেন জশস্বী জয়সাওয়ালও। সেঞ্চুরির দ্বারপ্রান্তেই ছিলেন তিনি। তবে মাত্র ১৩ রানের জন্য আক্ষেপ নিয়ে ফিরতে হয় আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ানকে।
গিলের জন্য ম্যাচের শুরুটা যদিও সুখকর ছিল না। টস হারেন তিনি টানা দ্বিতীয় টেস্টে। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুল সাজঘরে ফিরে যান। ২ রান নিয়ে ক্রিস ওকসের শিকার তিনি।
এরপর করুণ নায়ারকে নিয়ে এগিয়ে যান জয়সাওয়াল। কিন্তু নায়ার ৩১ রানে ব্রাইডন কার্সকে উইকেট দেন। ভাঙে ৮০ রানের জুটি। তবে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে যা তার টানা সপ্তম ৫০।
তবে দ্বিতীয় সেশনের শেষভাবে ভারত হারায় জয়সওয়ালের উইকেট। ১০৭ বলের ইনিংসে ৮৭ রান করেন তিনি। এদিকে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করা রিশাভ পান্ত এবার ইনিংস বড় করতে পারেননি।
৪২ বলে ২৫ রানের ইনিংস নিয়ে আউট হোন পান্ত। আর নিতিশ কুমাররকে টিকতে দেননি ওকস। বল ছেড়ে দিয়ে মাত্র ১ রানে বোল্ড হন ২২ বছর বয়সী অলরাউন্ডার। স্কোর তখন ৫ উইকেটে ২১১।
সেখান থেকেই শুরু গিল ও জাদেজার লড়াই। বাকি দিনে আর কোনো বিপদ হতে দেননি তারা। দিনের শেষ ঘণ্টায় ১৯৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল। আর জাদেজা ৪১ রানে অপরাজিত আছেন।