মিরপুরের মাহমুদ মানি এক্সচেঞ্জের দুই ব্যবসায়ী একটি কালো ব্যাগ নিয়ে একই সড়কে নিয়মিত আসা-যাওয়া করেন। এটি দেখে ডাকাতির পরিকল্পনা করে ডাকাতি চক্রটি। এরপর তারা স্থানীয় সূত্র থেকে টাকা আনা–নেওয়ার তথ্য সংগ্রহ করে। পাশাপাশি কয়েক দিন ধরে ওই দুই ব্যক্তির আসা-যাওয়ার সময় ব্যাগটি কখন মোটা, কখন পাতলা থাকে সেটিও নজরদারি করে। ব্যাগ মোটা দেখে ধারণা করে বেশি টাকা আছে। পরে ওই অঞ্চলের মার্কেট কবে বন্ধ থাকে, বন্ধের দিন কখন লোকসমাগম কম থাকে নিশ্চিত হয়ে গত ২৭ মে ডাকাতি করে দলটি।
সেদিন সকালে মিরপুর ১১ নম্বরের বাসভবন থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলেন রাসেল রানা ও জাহিদুল ইসলাম। হাতে ছিল সেই কালো ব্যাগ। সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে পৌঁছালে তাঁদের কাছ থেকে ২১ লাখ টাকা নিয়ে যায় ডাকাত দলটি। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে।