মানুষ কতটা অসহায় হলে আত্মহত্যার কথা ভাবে, উত্তরটা আর কেউ না জানুক, যুবেন্দ্র চাহাল ঠিকই জানেন। বিবাহবিচ্ছেদ হওয়ায় ভারতীয় এই ক্রিকেটার নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন!

বিগত কিছু বছর ধরেই স্ত্রী ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না চাহালের। যার শেষ পরিনতি হিসেবে এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন দু’জনে।

বিবাহবিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় চাহালকে, একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন তিনি। সম্প্রতি ভারতীয় ইউটিউবার রাজ শামানির সাথে পডকাস্টে এমটাই জানান চাহাল।

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পর চাহাল যেমন জাতীয় দল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, ধনশ্রীও ভাবতে শুরু করেন নিজ ক্যারিয়ার নিয়ে।

সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল। বলেন, ‘আমি জাতীয় দলে খেলায় ব্যস্ত ছিলাম, আর ধনশ্রী নিজের ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ে। আমরা একে অপরকে সময় দিতে পারিনি।’

বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য সহ্য করতে হয়েছে বলে দাবি করেন চাহাল। জানান, কেউ কেউ তাকে ‘প্রতারক’ বলেও আখ্যা দিয়েছে। তবে চাহাল স্পষ্টই বলেন, তিনি প্রতারক নয়।

তিনি বলেন, ‘আমি কখনো কারো সাথে প্রতারণা করিনি। আমি সৎ এবং অনুগত মানুষ। আমার এমন ভাবমূর্তি দেখে অনেকেই ভুল ধারণা তৈরি করেছে।’

সময়টা খুব খারাপ গেছে দাবি করে বলেন, ‘কয়েক মাস খুব খারাপ সময় কেটেছে। আমার শুধু ঘনিষ্ঠরাই জানে, আমি তখন প্যানিক অ্যাটাকেও ভুগেছি। আত্মহত্যার কথাও ভেবেছিলাম। মানসিকভাবে হাল ছেড়ে দিয়েছিলাম।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews