আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এক নতুন উচ্চতায় উত্তীর্ণ হয়েছে। অক্টোবরে প্রধানমন্ত্রীর ভারত সফরে আমরা আরও একধাপ এগিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি।’

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর পলাশীর মোড়ে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সরকারের সময়ই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অক্টোবরে আমাদের প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সফরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আরও একধাপ উন্নয়ন হবে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার ক্ষেত্রে আমরা এগিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি।’

এসময় আওয়ামী লীগ সরকারকে সংখ্যালঘুবান্ধব সরকার দাবি করে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার মাইনরিটি-বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার যতদিন আছে, আপনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। যখনই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে, তখন আপনারা শান্তিতে ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারেন এবং আপনারা নিরাপদ হন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে ওবায়দুল কাদের আরও  বলেন, ‘আপনাদের শত্রু বাংলাদেশের শত্রু। তারা সাম্প্রদায়িক অপশক্তি। এ সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উৎপাটনের জন্য কৃষ্ণের জন্মদিনে আপনাদের কাছে আমার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করুন। আসুন, ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা প্রতিহত করি।’ শ্রীকৃষ্ণের জন্মদিনে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews