রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়াতে অতি সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে, এটি নিয়ে বিস্তর বিশ্লেষণ করার দরকার আছে। জাকারিয়া হোটেল একটি পুরোনো হোটেল ও দীর্ঘদিন ধরে তারা নিজেদের ব্যবসা সেখানে করে যাচ্ছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।

বনানী থানার যুবদলের আহ্বায়ক মনির হোসেন তাঁর দলবল নিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলেন! ভিডিওগুলো এরই মধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে, হোটেলে ভাঙচুর করা হচ্ছে, হোটেলের কর্মচারীদের ওপর আঘাত করা হচ্ছে। সেখানে কয়েকজন নারীও চরমভাবে আক্রান্ত হলেন। একটা নারকীয় পরিস্থিতি!

ঘটনাটা যে কারণেই ঘটে থাকুক, বিষয়টা হচ্ছে এটি ঘটেছে এবং দেশের মানুষ এ ঘটনার ভিডিও দেখেছে। এর ফলে আমরা কী দেখতে পেলাম?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews