আশুতোষ ৮ নম্বরে যখন ব্যাট করতে নামেন, পাঞ্জাবের রান ৯.২ ওভারে ৬ উইকেটে ৭৭। ১৯৩ রান তাড়া করতে নামা পাঞ্জাব জিতবে বলে খুব বেশি লোক অনুমান করতে পারছিলেন বলে মনে হয় না। জয়ের জন্য তখন তাদের ১০.৪ ওভারে প্রয়োজন ছিল ১১৬ রান। হাতে কিছু ওভার থাকলেও উইকেটের সংখ্যা যে ছিল কম। কিন্তু আশুতোষ মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই মাধওয়ালকে ৬ মেরে বুঝিয়ে দেন রাজ করতেই এসেছেন তিনি!

সপ্তম উইকেটে শশাংক সিংকে নিয়ে ১৭ বলে গড়েন ৩৪ রানের জুটি। এরপর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন আশুতোষ। অষ্টম উইকেটে হারপ্রীত ব্রারকে নিয়ে তোলেন ৩২ বলে ৫৭ রান। জেরাল্ড কোয়েৎজের বলে ১৮তম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ২৮ বলে ২ চার ও ৭ ছয়ে করেছেন ৬১ রান।

আশুতোষ আউট হওয়ার পর পাঞ্জাবকে জেতাতে লড়াই করেছেন ব্রার ও কাগিসো রাবাদা। কিন্তু শেষ পর্যন্ত পারেননি তাঁরাও।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews