দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় উন্নয়ন কেন্দ্রে কোনও ধরনের লেনদেন করা যাবে না। রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা বা বুথ স্থাপন অথবা স্থানান্তরের পাশাপাশি যেকোনও ধরনের ব্যবসায় উন্নয়ন কেন্দ্র (বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার, কাস্টমার সার্ভিস সেন্টার, কল সেন্টার ইউনিট অফিস, সেলস অফিস) কোনও ধরনের আমানত গ্রহণ বা ঋণলিজ প্রদান সংক্রান্ত কোনও আর্থিক লেনদেন করা যাবে না। তবে এলাকাভিত্তিক গ্রাহক সেবা, পরামর্শ প্রদান, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিকরণ, প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়নসহ সরাসরি অর্থায়ন ব্যবসা নয়, এমন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার বা যেকোনও অফিস স্থাপনের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ নির্দিষ্ট ছকে বাংলাদেশ ব্যাংকের কাছে আগেই অনুমোদনের জন্য আবেদন করতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews