কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর মনখালী খাল থেকে কামাল হোসেন (ইউপি সদস্য) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।



কামাল হোসেন রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে।

এসআই দুর্জয় সরকার নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার (৭ জুলাই) রাত ১১টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন।







পরদিন দুপুরে স্থানীয়রা মনখালী খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্বজনরা এসে লাশটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলার বিভিন্ন ঘটনায় কিছু গণমাধ্যম অতিরঞ্জিতভাবে সংবাদ প্রকাশ করছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করছে। উখিয়ায় ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় কিছু গণমাধ্যম ‘গলা কাটা লাশ’ বলেও উল্লেখ করেছে, যা বাস্তবে সত্য নয়।

এসআরএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews