মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুখিরাম উরাং (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরই ছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সুখিরাম কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তির রবিলালের ছেলে বলে জানা গেছে।

বিজিবির দাবি, নিহত যুবক মুরইড়া সীমান্তের ১৮৪৪/ এম নং পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসে এবং কুলাউড়া সদর উপজেলা সদর হাসপাতালে আনার পর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া জানান, ৪-৫ জন বাংলাদেশী যুবক ভারতীয় নাসির উদ্দীন বিড়ি আনতে ভারতে প্রবেশ করলে সুখিরাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, মুরইছড়া সীমান্ত এলাকায় নিজের জমিতে ধান কাটতে গেলে বিএসএফ বাংলাদেশী যুবক সুখিরাম উরাংয়ের উপর গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন জানান, ‘নিহত সুখিরাম উরাং পেছনে ডানপাশের পাজরে গুলিবিদ্ধ হন। হাসপাতাল থেকে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সি ও লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, মুরই ছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। তবে বিএসএফ গুলির বিষয়টি অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে বিকেল ৫টায় মুরাছড়া সীমান্তে দু’দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

এদিকে বিজিবি ওই যুবকের গুলিবিদ্ধ হওয়ার কারণ উদঘাটন করছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews