শেরপুরের নালিতাবাড়ীতে যেখানে শবনম বুবলী ও সজল অভিনীত সিনেমার শুটিং চলছে, সেখানে গারো পাহাড় থেকে প্রায়ই বন্য হাতি চলে আছে। গতকাল মঙ্গলবার ছবির পরিচালক, নায়ক ও নায়িকার সঙ্গে যখন কথা হয়, তখন তাঁরা জানিয়েছেন, আসা–যাওয়ার পথে হাতি তাঁদেরও চোখে পড়েছে। এর মধ্যে আজ বুধবার সন্ধ্যায় জানা গেল, শুটিং সেটে হাতির আক্রমণের ঘটনা। আজ সকালে একদল হাতির আক্রমণে শুটিং সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির আক্রমণের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে গিয়ে ছবির কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী আহত হয়েছেন।