দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই নানা শ্রেণি–পেশার মানুষ আসেন। ইউনেসকো ও সৌদি সরকারের পুরস্কারে ভূষিত হওয়ার পর থেকেই মসজিদটি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মঙ্গলবার পুরান ঢাকার লালবাগ থেকে মসজিদটি দেখতে এসেছিলেন সিরাজুল ইসলাম। তিনি বলেন, দেড় শ বছরের বেশি পুরোনো এই মসজিদের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন। সেই কৌতূহল থেকে মসজিদটি দেখতে আসা। মসজিদটির নির্মাণশৈলী সত্যিই অভূতপূর্ব। এর কারুকার্য, গম্বুজ ও নকশা যে কারও নজর কাড়বে। মসজিদ শুধু কেরানীগঞ্জের নয়; বরং পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়।
পুরান ঢাকার টিকাটুলী থেকে চার বন্ধু মিলে মসজিদটি দেখতে এসেছেন। তাঁদের মধ্যে একজন শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী আয়াজ উল্লাহ বলেন, ‘দোলেশ্বর মসজিদের প্রাচীন স্থাপত্য আমাদের মুগ্ধ করেছে। শত বছর পরও এর সৌন্দর্য অটুট রয়েছে। মসজিদটি যেন ইতিহাসের গল্প বলে। মসজিদটি দেখে চোখ ও মন জুড়িয়ে গেছে!’