বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা কঠিন ব্যাপার। বলছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। প্রোফেশনাল কাজের বাইরেও সালমান খানের সঙ্গে তার সম্পর্ক দুর্দান্ত ছিল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভূঁয়সী প্রশংসা করেন সোনালি। অভিনেত্রী বলেন, সালমান তার আসল ব্যক্তিত্ব লুকিয়ে রাখেন।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনালি বেন্দ্রে সালমান খানের সঙ্গে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিংয়ের কথা স্মরণ করে বলেন, অভিনেতা প্রায়ই তাকে হেনস্থা করতেন। অভিনেত্রীর শটের আগে অদ্ভুত সব ভঙ্গিমা করতেন, যা দেখে তিনি রেগে যেতেন। 

সোনালি বলেন, ‘আমরা সব সময় ঝগড়া করতাম। যখনই আমি ক্লোজআপ কোট শট দিতাম, সালমান আমার দিকে ঘুরে আসত। আর আমি এতটাই রেগে যেতাম যে বলতাম, হোয়াট দ্য?’

অভিনেত্রী আরও বলেছেন, ‘সালমানকে পছন্দ করা খুব কঠিন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে তিনি কে তা লুকিয়ে রাখেন, ভিতর থেকে একজন নরম হৃদয়ের। আসলে, তিনি খুব কঠোর বাহ্যিক প্রদর্শন করেন, কিন্তু তিনি একজন নরম হৃদয়ের মানুষ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews