চীনে ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এই ভয়াবহ বন্যা প্রতি এক শ' বছরে মাত্র একবারই দেখা যায়, তেমনটাই বলছে সমীক্ষা।

চীনের গুয়াংডু প্রদেশের প্রধান প্রধান নদী, নৌপথ, জলাধার প্লাবিত হয়ে গেছে। চীনের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বন্যা পরিস্থিতি প্রসঙ্গে জানিয়েছে, দেশটির পরিস্থিতি ভয়াবহ। শিজিয়াং এবং বেজিয়াংয়ের নদী অববাহিকায় পানির স্তর এমনভাবে বেড়েছে যা ৫০ বছরে একবার হওয়ার আশঙ্কা থাকে। এই অবস্থায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে।

শনিবার রাত ৮টা থেকে টানা ১২ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতে ৬৫টির মতো ভূমিধস ঘটেছে বলে জানা গেছে।
সূত্র : আজকাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews