নিশ্চিত করেই বলা যায়, অপু বিশ্বাসকে হটিয়ে হুট করে অনেক দূর এগিয়ে গেছেন শবনম বুবলী। বিশেষ করে বন্ধু দিবসে (৩ আগস্ট) নিজের ফেসবুকে পেজে প্রকাশ করা ছবিগুলো বুবলীকে অনেকটাই এগিয়ে দিয়েছে এতদিন সমানে সমান চলা অপু বিশ্বাস থেকে।





এদিন দুপুরেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছিলেন শাকিব-বুবলী। যেখানে দেখা যাচ্ছিল, নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে পুত্র বীরকে নিয়ে গাড়ি থেকে নামছিলেন শাকিব-বুবলী। দুই পুত্রের সুবাদে পিতা শাকিব খানের এমন দৃশ্য মাঝে মাঝেই দেখা যায় অপু ও বুবলীর ফেসবুকের মাধ্যমে। তবে বন্ধু দিবসের সন্ধ্যায় বুবলী যে চমকদার ছবিগুলো প্রকাশ করেছেন, তাতে যে কারও চোখ ছানাবড়া হবে।

ঘনিষ্ঠ শাকিব, চমকে দিলেন বুবলী!





কারণ, ছবিগুলোতে শাকিব-বুবলী বেশ ঘনিষ্ঠ। যেমনটা বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলী কারও সঙ্গে দেখা যায়নি। ফলে গত ক’বছর শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলী যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে অনেকটাই এগিয়ে গেলেন বুবলী।

ঘনিষ্ঠ শাকিব, চমকে দিলেন বুবলী!





প্রকাশিত ১১টি ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের পুত্র বীরকেও দেখা গেছে। তবে শাকিব-বুবলী একান্ত ছবিও কম নয়। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন।

ঘনিষ্ঠ শাকিব, চমকে দিলেন বুবলী!





ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল। ভক্তদের বেশির ভাগই মন্তব্যের ঘরে লিখছেন, ‘মাশাআল্লাহ’ শব্দটি। যদিও অনেক নেটিজেনই এর বিপরীতে প্রশ্ন তুলছেন, বিচ্ছেদ হওয়ার পরও প্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্পর্কে ইসলাম কী বলে!

ঘনিষ্ঠ শাকিব, চমকে দিলেন বুবলী!





বলা দরকার, দুই বছর আগে অপু বিশ্বাসের ঘরে শাকিবের বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউ ইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।

দুই বছর পর যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট পুত্রকে ঘিরে, তবে সেটি আরও ঘনিষ্ঠ আবহে। 

বলা ভালো, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।

ঘনিষ্ঠ শাকিব, চমকে দিলেন বুবলী!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews