ইন্টারনেট ব্যবহার করার জন্য অন্যতম প্রধান সফটওয়্যার হচ্ছে ব্রাউজার। একজন ব্যবহারকারী যখন অনেকদিন একটা ব্রাউজার কম্পিউটারে ব্যবহার করে তখন এমনিতেই অনেক বুকমার্ক, সেটিংস, অ্যাডঅনস, প্লাগ-ইন, থিম ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু যখন কম্পিউটার নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়া হয় তখন এই সকল গুরুত্বপূর্ণ ব্রাউজার ফাইলগুলো হারিয়ে যায়।

ধরা যাক, আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন। এখন আপনার এই সকল ব্রাউজার ফাইলগুলো যদি এমনভাবে ব্যাকআপ রাখা যায় যেন নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়ার পরেও সেই ব্যাকআপ ফাইল ব্যবহার করে পূর্বের ব্রাউজারের চেহারায় ফিরিয়ে আনা যায়  তাহলে কেমন হয়? হ্যাঁ মোজব্যাকআপ নামের অসাধারণ সফটওয়্যারটি ব্যবহার করে আপনি এই কাজটি অনায়াসেই করতে পারবেন।

MozBackup নামের এই অসাধারণ এবং ছোট ফ্রিওয়্যার সফটওয়্যার দিয়ে মজিলা ফায়ার ফক্সের সকল কিছুই ব্যাকআপ রাখা যাবে পরবর্তীতে ব্যবহারের জন্য।

একনজরে MozBackup এর ফিচার

  • বুকমার্ক ব্যাকআপ  রাখা।
  • হিস্টোরি সেভ রাখা।
  • সকল ধরণের অ্যাডঅনস, প্লাগ ইন ইত্যাদি ব্যাকআপ রাখা।
  • সকল পাসওয়ার্ড সেভ রাখা এমনকি মাস্টার পাসওয়ার্ডসহও সেভ রাখা।
  • ব্যাকআপ ফাইল পাসওয়ার্ড প্রোটেক্ট রাখা।
  • সবশেষে এই ব্যাকআপ ফাইলটি দিয়ে যে কোন কম্পিউটারে নিজের কম্পিউটারের ব্রাউজারের রুপ দেয়া।

ডাউনলোড লিঙ্ক : সফটওয়্যারটির সাইজ মাত্র ১ মেগাবাইট এবং পুরোপুরি ফ্রি। আরো বিস্তারিত এখানে।

এছাড়াও Windows 98/ME/NT/2000/XP/2003/Vista/7/8 সাপোর্ট করে।

যেভাবে ব্যবহার করবেন
ব্যবহার করা খুব সহজ। শুধুমাত্র নিচের ছবিগুলো অনুসরণ করলেই আপনি আপনার ব্রাউজারের ফাইল ব্যাকআপ বা রিস্টোর করতে পারবেন।

01

02

03

04

ধন্যবাদ সবায়কে!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews