প্রবাসী অধ্যুষিত সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য চালু হওয়া ফ্লাইটে উপেক্ষিত থাকছেন খোদ সিলেটিরাই। সপ্তাহে সিলেট থেকে জেদ্দা ও মদিনা রুটে বিমানের দুটি ফ্লাইট চালু রয়েছে। কিন্তু সেইসব ফ্লাইটে সিলেটের নামমাত্র ৫০ থেকে ৬০ জন যাত্রী পান বিমান টিকিট। বাকি টিকিট বরাদ্দ পান ঢাকার যাত্রী। এতে বঞ্চিত হচ্ছেন সিলেটের ওমরাহ যাত্রীরা।
এবার এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন সিলেটের হজ এজেন্সিগুলো। সিলেট টু জেদ্দা ও মদিনা রুটের দুটি ফ্লাইটে অন্তত ৩০০ আসন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
সিলেট থেকে ছেড়ে যাওয়া জেদ্দা-মদিনা ফ্লাইটে আসন বরাদ্দের দাবি জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের নেতারা।
মঙ্গলবার (১ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ তালুকদারের কাছে আবেদন তুলে দেয়া হয়।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো: আব্দুল হক ও সেক্রেটারি মো: আব্দুল কাদির স্বাক্ষরিত লিখিত আবেদনে বলা হয়েছে, আসন্ন ওমরাহ মৌসুম উপলক্ষে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর অন্তর্ভুক্ত এজেন্সিগুলোর পক্ষ থেকে ওমরার প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ওমরাহ নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বরাবরের মতোই সিলেট অঞ্চলের প্রবাসী অধ্যুষিত ওমরাহ যাত্রীদের পছন্দের শীর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু পর্যাপ্ত আসন না পাওয়া সাপেক্ষে আমাদের বাধ্য হয়ে ঢাকা থেকে যাত্রী পাঠাতে হচ্ছে।
দুঃখজনক হলেও সত্য, আমরা বিগত সময়ে দেখেছি ওমরাহ মৌসুমে সিলেট টু জেদ্দা ও মদিনা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট থাকলেও অধিকাংশ যাত্রী রাজধানী ঢাকার থাকায় সিলেটের ওমরাহ যাত্রীগণ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি ফ্লাইটে গড়ে মাত্র ৫০ থেকে ৬০ জন সিলেটের যাত্রী টিকিট পেয়ে থাকেন। যার কারণে সিলেটের যাত্রীদেরকে বাধ্য হয়ে ঢাকা থেকে অন্য এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার করতে হচ্ছে। এতে তাদের দুর্ভোগ বাড়ছে।
হাব সিলেটের নেতারা আসন্ন ওমরাহ মৌসুমে সিলেট থেকে জেদ্দা ও মদিনা রুটের বিমানের ফ্লাইটে সিলেটের এজেন্সিগুলোর জন্য কমপক্ষে ৩০০ জন ওমরাহ যাত্রীর আসন সংরক্ষণের জন্য বিমান কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের সেক্রেটারি মো: আব্দুল কাদির দৈনিক নয়া দিগন্তকে বলেন, সিলেটের জন্য চালু হওয়া ফ্লাইটে সিলেটের যাত্রীরা উপেক্ষিত থাকা ভয়াবহ বৈষম্য। আমরা লিখিত আবেদন জানিয়েছি। আশা করব, কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবেন।
এর সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলা ব্যবস্থাপক মো: শাহনেওয়াজ তালুকদার দৈনিক নয়া দিগন্তকে বলেন, হাব সিলেট অঞ্চল কমিটির নেতাদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। আপাতদৃষ্টিতে তাদের দাবি যৌক্তিক বলে মনে হয়েছে। সিলেটের যাত্রীদের সুবিধার্থে চালু হওয়া ফ্লাইটে সিলেটিদের অগ্রাধিকার থাকা উচিত। আমি ইতোমধ্যে আবেদনটি বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করছি, এর ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে।