কলম্বোতে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো নেই শ্রীলঙ্কা। স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশ। মাত্র ২৯ রানেই ৩ উইকেট তুলে নিয়েছেন তাসকিন ও তানজিম মিলে।
বল হাতে উদ্বোধনী জুটি ভাঙতে সময় নিলো না বাংলাদেশ। চতুর্থ ওভারেই এসেছে উদযাপনের উপলক্ষ। উইকেট এনে দেন তানজিম সাকিব। ফেরান দারুণ ছন্দে থাকা পাথুম নিশানকাকে।
এর আগে চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার ম্যাচেই দারুণ শুরু করেন তাসকিন আহমেদ। শুরু থেকেই চেপে ধরেন স্বাগতিকদের। প্রথম ওভার দেন মেইডেন। ৬ বল খেলেও রান করতে পারেননি নিশানকা।
এরপর চতুর্থ ওভারে এসে নিশানকাকে উঠিয়ে নেন তানজিম সাকিব। টেস্ট সিরিজে জোড়া সেঞ্চুরি করা এই ব্যাটারকে রানের খাতাই খুলতে দেননি, ৮ বল খেলে ০ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন নিশানকা।
এরপর চাপ ধরে রেখে উইকেট তুলে নিলেন তাসকিন আহমেদও। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও দারুণ নিয়ন্ত্রণে বল করছেন তিনি। যার সুফল হিসেবে পেলেন নিশান মাদুষ্কার উইকেট।
৪.৩ ওভারে তাকে সরাসরি বোল্ড করে দেন তাসকিন। ১৩ বলে ৬ রানে আউট হোন মাদুষ্কা। ১১ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুশল মেন্ডিস পরের ওভারে পাল্টা আক্রমণের চেষ্টা করেন, নেন ১৪ রান।
তবে বোলিংয়ে এসে তাসকিন ফের চেপে ধরেন শ্রীলঙ্কাকে। ৪ বল খেলা কামিন্দু মেন্ডিসকে ০ রানে তুলে নেন তিনি। দারুণ পরিকল্পনায় মেহেদী মিরাজের ক্যাচে পরিণত করেন।
৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান। কুশল মেন্ডিস ব্যাট করছেন ১২ বলে ১৯ করে৷ ৫ বলে ০ রানে ব্যাট করছেন চারিথ আসালাঙ্কা।