রাজবাড়ীর পাংশা পৌরসভার পারনারায়ণপুর এলাকায় স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়া ও পরিবারের চাপ সইতে না পেরে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন। 

রোববার (১৭ আগস্ট) বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেসবুক লাইভে এসে বিষপান করেন হৃদয় মণ্ডল (২০) নামের ওই যুবক।

হৃদয় পারনারায়ণপুর গ্রামের রাজমিস্ত্রী আশরাফ মণ্ডলের ছেলে। 

ফেসবুক লাইভ দেখে তার মামাতো ভাই দ্রুত এসে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে রাতে সে বাড়ি ফিরে যায়।

হৃদয় মণ্ডল জানান, তার সঙ্গে একই এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে দীর্ঘ প্রায় ২-৩ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে এবং বয়স ১৪ বছর বলে জানা গেছে।

হৃদয়ের ভাষ্য মতে, “আমি ঢাকায় কাজ করতাম। মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে আমি ৭ আগস্ট কোর্ট ম্যারেজ করি। এরপর আমরা এক সপ্তাহ একসঙ্গে ছিলাম। পরে মেয়েটির পরিবার মেনে নেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আত্মগোপনে রাখে এবং অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে।”

এদিকে মেয়ের বাবা ছাত্তার প্রামানিক জানান, “আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর। ওই ছেলেটি মেয়েকে নিয়ে যায়। আমরা পুলিশের সহায়তায় ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মেয়েকে ফেরত পেয়েছি। তাকে জোর করে আনা হয়নি বা কোথাও লুকিয়েও রাখা হয়নি। আজ শুনলাম সে বিষ খেয়েছে, এটা দুঃখজনক।” 

হৃদয়ের দাদি জানান, তারা সম্পর্ক মেনে নিতে প্রস্তুত ছিলেন। তবে মেয়ের পরিবার জোর করে মেয়েকে নিয়ে গেছে। এখনও মেয়েকে দিলে তারা বিয়ে মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, হৃদয় সুস্থ হয়ে রাতে নিজ বাড়িতে ফিরে গেছে।”

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews