স্মার্টওয়াচ যে শুধু সময় দেখার যন্ত্র নয় তা সবারই জানা। স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে ব্যবহারকারীর ঘুমের সময় জানায় স্মার্টওয়াচ। দিনে কতটুকু পানি খেতে হবে, কতটুকু হাঁটলেন, হার্ট ঠিক আছে কি না তা সবই জানাতে থাকে ব্যবহারকারীকে।

এমনকি আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাইয় স্মার্টওয়াচ থেকেই। এখন অন্যতম প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের আগাম বার্তা জানতে পারবেন স্মার্টওয়াচ থেকেই। গুগল তাদের স্মার্টওয়াচে বিশেষ এই ফিচার যুক্ত করেছে। গুগল স্মার্টওয়াচেও এবার মিলবে ‘আর্থকোয়াক ডিটেকশন’ ফিচার।

স্মার্টওয়াচে এই ফিচার নতুন হলেও গুগলের নতুন নয়। ২০২০ সালে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এই ফিচার নিয়ে আসে গুগল। স্মার্টফোনে ভূমিকম্পের হদিশ দেওয়ার ফিচারটি বেশ কার্যকরী তার প্রমাণও দিয়েছে অনেক আগেই। অবশেষে এবার এই পরিষেবা স্মার্টওয়াচেও মিলবে খুব শিগগিরি।

কীভাবে কাজ করবে ‘আর্থকোয়াক ডিটেকশন সিস্টেম’?

সিজমোমিটারের উপরে আলাদা করে নির্ভর না করে গুগল কাজ করে মোশন সেন্সর নিয়ে। যখন বহু ফোন একসঙ্গে মাটির কম্পন অনুভব করে, গুগলের সার্ভার দ্রুত সেই তথ্য খতিয়ে দেখে বুঝে নেয় ভূমিকম্প হচ্ছে কি না। যদি এমন কোনো আশঙ্কা থেকে থাকে তাহলে দ্রুত সেই সিস্টেম কাছাকাছি থাকা ব্যবহারকারীদের কাছে সতর্কবাণী পাঠিয়ে দেয়। সেখানে পরিষ্কার জানিয়ে দেয়, সেই ব্যবহারকারী কম্পনের উৎস থেকে কতটা দূরে রয়েছেন।

এই প্রযুক্তিই এবার স্মার্টফোন থেকে স্মার্টওয়াচে নিয়ে আসা হচ্ছে। কোনো এলাকার মাটি কাঁপতে শুরু করলেই দ্রুত সংকেত পৌঁছে যাবে সেই যন্ত্রে। অর্থাৎ ফোন যদি হাতের কাছে নাও থাকে তাহলেও স্মার্টওয়াচের দৌলতে দ্রুত খবর পৌঁছে যাবে। আবার যারা এলটিই-এনাবল্ড ওয়াচই ব্যবহার করেন ফোন সঙ্গে না রেখে তারাও উপকারী হবেন।

তবে এই অ্যালার্টঠিক কেমন হবে সেবিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে এটাও অ্যান্ড্রয়েড ফোনের মতোই হবে। বিপর্যয় রোখা সম্ভব নয়, তবু অন্তত কয়েক সেকেন্ড আগে জানতে পারলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। অন্যদের সতর্ক করতে পারবেন। বাঁচতে পারে অনেক প্রাণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews